সংস্কারের অভাবে পেকুয়ার পালাকাটা-বদিউদ্দিন সড়ক যেন পরিণত হয়েছে মরণফাঁদ

পেকুয়া

আমিরুল ইসলাম রাশেদ, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মরণফাঁদে পরিণত হয়েছে কক্সবাজারের পেকুয়ার রাজাখালী ইউনিয়নের পালাকাটা থেকে বদিউদ্দিন পাড়া সড়ক। আবার বদিউদ্দীন পাড়া হতে সবুজবাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এ সড়ক।

শনিবার (২৩ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, পরিণত হয়েছে মরণফাঁদে। এ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চললেও এখন পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে গেছে। ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হওয়া সত্ত্বেও এ সড়কটি বছরের পর বছর ধরে পড়ে রয়েছে অবহেলিত অবস্থায়।
প্রায় ১০ বছরেও উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি এ সড়কে। এর আগে সড়কটিতে ইট বিছিয়ে উন্নয়ন কাজ করা হলেও। সড়কটির প্রায় ৪ কিলোমিটার জুড়ে অসংখ্য গর্ত, অধিকাংশ জায়গায় ইট উঠে গেছে, এই সড়ক দিয়ে হেঁটে যাওয়াও এক দুরূহ ব্যাপার।
এ সড়ক দিয়ে চলাচলের সময় অনেক গাড়ি খাদে পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। তাছাড়াও রাতের বেলায় হেঁটে যেতে অনেকেই গর্তে পড়ে আহত হয়েছেন। এছাড়া কোন মুমূর্ষু রোগী জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়াও যেন অসম্ভব। এ সড়ক নিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে বদিউদ্দীন পাড়া, সাইটপাড়া, ছরিপাড়া, বকশিয়াঘোনাসহ কয়েকটি এলাকার প্রায় ২০ হাজার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা করিম বলেন, সড়কটি ইট বিছিয়ে উন্নয়ন করা হয়েছিল। এরপর থেকে আজ পর্যন্ত কোন সংস্কার কাজ হয়নি। শিক্ষার্থী থেকে শুরু করে রোগী, নারী ও বৃদ্ধ সবাই ভোগান্তিতে আছে। এই সড়ক প্রায় ২০ হাজার মানুষের একমাত্র ভরসা।

স্থানীয় আরেক বাসিন্দা আবুল কাসেম বলেন, রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসা, রাজাখালী এয়ারআলী খান উচ্চ বিদ্যালয়, সুন্দরী পাড়া দাখিল মাদ্রাসা, ফৈজুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, ও ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর প্রতিদিনের যাতায়াতও এই সড়কের উপর নির্ভরশীল। এটি এখন দুর্ভোগের প্রতীক। আমরা জোরালো দাবি করছি সড়কটি যেন দ্রুত সময়ে সংস্কার করা হোক।

কয়েকজন অটোরিকশা চালক বলেন, রাস্তার অবস্থার কারণে যাত্রী তুলতে পারিনা, আয়ও কমে গেছে। গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

এ সড়ক দিয়ে যাতায়াতকারীরা জানান, এই সড়ক দিয়েই রাজাখালী আরবশাহ বাজারে প্রতি মঙ্গলবার ও শুক্রবার মানুষ সাপ্তাহিক বাজার করতে যান। দ্রুত সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার ও টেকসই উন্নয়নের জোর দাবি তাদের।

ইউপি সদস্য নুরুল আবছার বদু বলেন,আমার ইউনিয়নের বেশিরভাগ রাস্তা অকেজো ভাঙা চূড়া, বদিউদ্দীন পাড়া রাস্তা ও সম্পূর্ণ ভাঙ্গা গাড়ি চলাচল তো দূরে কথা হেঁটে চলাচল করতেও দূর অবস্থা হয়ে যায়।
আমি উপজেলা প্রশাসন ও ইউপির প্রশাসকের কাছে অনুরোধ করি যেন দ্রুত সংস্কার করে মানুষের কষ্ট দূর করে।

রাজাখালী ইউপি সচিব আল-আমিন বলেন, রাস্তাটির অনেক গর্ত হয়ে গেছে চলাচলের খুব নাজুক অবস্থা বলে আমি শুনেছি। কীভাবে উন্নয়ন করা যায় ইউএনও স্যারের সাথে কথা বলবো।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পেকুয়া উপজেলা প্রকৌশলী সৌরভ দাশ বলেন, এ সড়কটি কোন প্রকল্পতে নাই। সামনে প্রকল্প আসলে, কোন একটা প্রকল্পে দিয়ে সংস্কার করা হবে।