লোহাগাড়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দু’জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু  হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদের পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কক্সবাজারগামী মোটরসাইকেলকে চট্টগ্রামগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে। তবে ঘাতক বাস আটক বা চিহ্নত করা যায়নি।

নিহতরা হলেন- কুমিল্লার ছৌদ্দগ্রাম থানার লক্ষ্মীপুর এলাকার মো. ফারুকের ছেলে মো. সোহেল রানা (২৬) ও ফটিকছড়ির ভূজপুর থানার কাজিরহাট এলাকার আবদু রহমানের ছেলে আবু বক্কর সিদ্দীক (১৪)।

দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ঘটনাস্থলে আমাদের সদস্যরা গিয়ে লাশ ও গাড়ি উদ্ধার করে। গাড়ি আমাদের হেফাজতে রয়েছে। লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।