রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও বোমাসহ এক নারী আটক

উখিয়া কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে বোমা সাদৃশ্য বস্তু ও অস্ত্রসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে এপিবিএন।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ক্যাম্পের ই-ব্লকের ২৬ নম্বর শেডে অভিযান চালিয়ে এই ক্যাম্পের এহসানুল হকের স্ত্রী শ্রাবণী ওরফে সাবু (৪০)কে আটক করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক নারীর ঘর থেকে দুইটি ওয়ান শুটার গান, আট রাউন্ড কার্তুজ এবং পাঁচটি ককটেল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন বলেন, “অভিযান চালিয়ে অস্ত্র ও বোমা সাদৃশ বস্তুসহ ওই নারীকে আটক করা হয়। ক্যাম্পের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক কাজ করছি। অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

পরে রাত সাড়ে ১০টার দিকে আটক নারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।