রেফারিজ প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ কুতুবদিয়ার নিহাল

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনেরর উদ্যোগে ও বাফুফে রেফারিজ কমিটির পরিচালনায় কেপিডিএল নতুন ফুটবল রেফারিজ প্রশিক্ষণ কোর্স ২০২৫ সম্পন্ন হয়েছে।

গত বুধবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অংশ গ্রহণকারী সফল রেফারিদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

এই কোর্সে অংশগ্রহণ করে সফল হয়েছেন কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার সন্তান মো. আহনাফুল ইসলাম নিহাল। তিনি কেপিডিএল ফুটবল রেফারিজ প্রশিক্ষণ কোর্স এ সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন। পরে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এর কাছ থেকে সনদ গ্রহণ করেন।

মো. আহনাফুল ইসলাম নিহাল কক্সবাজার ডি সি কলেজের শিক্ষার্থী। তিনি দৈনিক রূপসীগ্রামের কুতুবদিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম এবং আল ফারুক দাখিল মাদ্রাসার শিক্ষিকা রাশেদা বেগম এর পুত্র।

এই উদ্যোগের ফলে দেশের ফুটবল অঙ্গনে রেফারির মান আরও উন্নত হবে এবং খেলার মাঠে আরও পরিচ্ছন্ন ও নিরপেক্ষ সিদ্ধান্ত প্রতিফলিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।