রামুর সেই উত্তম বড়ুয়ার খোঁজ মিলেছে

কক্সবাজার রামু

কক্সবাজার প্রতিনিধি

ফেসবুকে ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগে আলোচিত রামুর উত্তম বড়ুয়ার খোঁজ মিলেছে অবশেষে। দীর্ঘ ১৩ বছর ১৩ দিন পর ফ্রান্সের এক বিমানবন্দরের লাউঞ্জে স্ত্রী রীতা বড়ুয়া ও একমাত্র ছেলে আদিত্যের সঙ্গে দেখা গেছে তাকে।

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর ফেসবুকে একটি ছবিকে কেন্দ্র করে রামুতে ঘটে ভয়াবহ হামলার ঘটনা। ওই সময় অভিযোগের তীর ছিল উত্তম বড়ুয়ার দিকেই। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

সম্প্রতি সাংবাদিক একেএম আতিকুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তম বড়ুয়া ও তার পরিবারের একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, “উত্তম হারিয়ে গিয়েছিল। ১৩ বছর ১৩ দিন পর অবশেষে তাঁর খোঁজ পেল পৃথিবী। দীর্ঘ এই সময়টা যেন এক পুরো যৌবন। অভাবী ঘরে মা-বাবার কষ্ট বেড়েছে, স্ত্রী রীতা বড়ুয়া তিন বছরের সন্তানকে নিয়ে একা লড়াই করেছে। সেই সন্তান আদিত্য এবার জিপিএ-৫ নিয়ে এসএসসি পাস করেছে।”

তার ফেসবুক পোস্ট থেকেই জানা যায়, বহু সংগ্রাম ও প্রতীক্ষার পর অবশেষে পরিবারটি একত্রিত হয়েছে।

রামু হামলার পর থেকে উত্তম বড়ুয়া ছিলেন নিখোঁজ। অবশেষে ১৩ বছর পর তার অবস্থান নিশ্চিত হলো ফ্রান্সে।