কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মো. হেলাল উদ্দিন (৩৫) টেকনাফ উপজেলার সাবরাং কাটা বুনিয়া গ্রামের মৃত সাইদ আহমেদের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির ড্যাশবোর্ডের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।











