রামুতে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

রামু

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এদিন দুপুর ১টা ৪০ মিনিটে রামু সেক্টরের মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটক সিএনজি চালক ওমর ফারুক (১৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সিএনজির চেসিসের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজি চালক ওমর ফারুককে আটক করা হয়।

আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।