রামুতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত 

রামু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের গুলিতে শফিউল আলম ওরফে লেদাপুতু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি আলোচিত শাহীন ডাকাতের সেকেন্ড ইন কমান্ড বলে দাবি করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত আব্দুর রহিম বাহিনীর সদস্যরা শাহীন ডাকাতের সহযোগী শফিউল আলম ওরফে লেদাপুতুকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত শফিউল আলম ওরফে লেদাপুতু মাঝিরকাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

আব্দুর রহিম ওরফে রহিম ডাকাত (২৪) গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী গ্রামের সুলতান আহমদের ছেলে।

স্থানীয়দের বরাতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, নিহত শফিউল আলম বর্তমানে কারাগারে আটক আলোচিত শাহীন ডাকাতের চিহ্নিত সেকেন্ড ইন কমান্ড ছিলেন। শাহীন ডাকাত গ্রেপ্তার হওয়ার পর ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর রহিম ডাকাত বেপরোয়া হয়ে ওঠে এবং নানাবিধ অপরাধে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।

নিহতের স্বজনদের দাবি, শফিউল আলম ওরফে লেদাপুতুকে পরিকল্পিতভাবে নিজের লোক দিয়ে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার সময় ঘটনাস্থলের অপর প্রান্তে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি টহল দল অবস্থান করলেও হামলাকারীরা পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায়।

ওসি মনিরুল বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।