নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাউজানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ দুই জন’কে গ্রেফতার করেছে র্যাব-৭।
বুধবার রাত তিনটা থেকে রাউজানের নোয়াপাড়া এলাকার একটি বাড়ি ঘেরাও করে অভিযান পরিচালনা করে এ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ দুই জনকে আটক করে র্যাব।

র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল উদ্দিনের বাড়ীতে অভিযান পরিচালনা করে মৃত খায়েজ আহম্মেদের ছেলে মো. কামাল এবং মৃত সফিক আহম্মেদের ছেলে মো. সোহেল আহম্মদ নামের গ্রেফতার করা হয়। বাড়িটি তল্লাশি করে ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটার গান, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৫টি রামদা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মো. কামাল উদ্দিনের নামে রাউজান থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
গত বছরের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামের রাউজানে ১৭টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। যারমধ্যে ১০ থেকে ১২টি রাজনৈতিক কারণে। সবশেষ গত ২৫ অক্টোবর যুবদলের কর্মী মুহাম্মদ আলমগীর আলমকে গুলি করে হত্যা করা হয়।












