মুক্তিযোদ্ধা সাংবাদিক নিজাম উদ্দিন আহমদ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা ;

বুধবার ( ২৯ জানুয়ারি) বাদ মাগরিব চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকার বড় ও ছোট মিয়াজি মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে পাশ্ববর্তী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় শেষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, নিজাম উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধে, সাংবাদিকতায়, সমাজকর্মে আমাদের অনুপ্রেরণার মডেল হয়ে থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজে’র সহ সভাপতি শহীদ উল আলম, সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান খোরশেদ আলম, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ ও নাজিমুদ্দিন শ্যামল, সিইউজের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি শ ম ইব্রাহিম, সাধারণ সম্পাদক সবুর শুভ, যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক ও নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, সিইউজের সদস্য জামাল উদ্দিন ইউসুফ।

এর আগে নিজাম উদ্দিন আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৫ টায় ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এক শোকবার্তায় সিইউজে’র নবনির্বাচিত সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সবুর শুভ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। সিইউজে নেতৃবৃন্দ বলেন, নিজাম উদ্দিন আহমদ একজন অকুতোভয় ও সাহসী সাংবাদিক ছিলেন। তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমৃদ্ধ করেছেন সমাজ ও দেশকে।