নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ছুরিকাঘাতে ফেরদৌসী আক্তার (৩৭) নামের এক নারী খুনের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ফেরদৌসী খুনের মামলায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পলাতক প্রধান আসামি দেবর রনি ও তার ভাই সোলায়মানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে পতেঙ্গার চড়িহালদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ১৪ জুলাই মধ্যরাতে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ফেরদৌসীকে ছুরিকাঘাত করার পর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।