বৃক্ষরোপনের মাধ্যমে উপকূল রক্ষার উদ্যোগ: কুতুবদিয়ায় ৩ হাজার গাছের চারা বিতরণ…

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

গাছ হলো প্রান প্রকৃতির রক্ষাকবচ। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দূর্যোগ প্রতিহত করা, জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান দিয়ে সমৃদ্ধ করে গাছ। উপকূল রক্ষায় গাছের গরুত্ব অনেক।

সে লক্ষ্যে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ১১টি গ্রুপের ২১৭জন সদস্যদের ৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে নারিকেল, সফেদা, সুপারী আম্রপালি, পেয়ারা ও নিম গাছের চারা।

কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়নাধীন দাতা সংস্থা পিকেএসএফ এর পরিচালনায় গ্রীন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে রিসিলিয়েন্ট হোমস্টিড এন্ড লাইভলিহুড সাপোর্ট টু দ্য ভার্নারেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে কুতুবদিয়া উপজেলার”জলবায়ু সহনশীল গ্রুপ” সদস্যদের মধ্যে ফলজ এবং ঔষধি গাছ বিতরণ করা হয়। যা ঘূর্ণিঝড়ের অতিরিক্ত বাতাসের বেগ প্রতিহত করে উপকূলীয় মানুষের জন্য ঢাল হয়ে দাঁড়াবে ।পাশাপাশি কার্বন নি:সরণের বর্তমান পৃথিবীতে টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ।

বর্তমানে আরএইচএল প্রকল্পটি কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে কক্সবাজার সদর এবং কুতুবদিয়া উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনপদের জীবনমান উন্নয়নে কাজ করছে।

এ গাছ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুতুবদিয়া সদরের শাখা ব্যবস্থাপক ইয়াছির আরাফাত, আরএইচএল প্রকল্প ব্যবস্থাপক তানজিরা খাতুন, প্রকল্প ফাইনান্স অফিসার জুবাইরুল ইসলাম ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।