Beach Carnival starts from December 17, there will be glittering events

বীচ কার্নিভাল ১৭ ডিসেম্বর থেকে শুরু, থাকবে ঝলমলে আয়োজন

কক্সবাজার

দরিয়া নগর রিপোর্ট

কক্সবাজারে জমকালো আয়োজনে আবারও অনুষ্ঠিত হবে বীচ কার্নিভালের। আগামী ১৭ ডিসেম্বর কার্নিভালের পর্দা উঠবে। ৭ দিনব্যাপী আয়োজনে থাকবে বর্ণিল আয়োজন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। সভায় বীচ কার্নিভাল সফল করার লক্ষ্যে আলাদা আলাদা উপ—কমিটি গঠন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। তিনি বলেন, এবার বীচ কার্নিভালের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা নতুন নতুন আইডিয়া নিচ্ছি, যাতে কার্নিভাল উৎসবমুখর হয়। তিনি আরও বলেন, অতীতের কার্নিভালের চেয়ে এবার আমরা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছি। কার্নিভালে তুলে ধরা হবে  কক্সবাজারের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য। পর্যটন শিল্প বিকাশই আমাদের মূল লক্ষ্য।

সভায় জানানো হয়, বীচ কার্নিভালকে ঘিরে কক্সবাজার শহরকে বর্ণিল সাজে সাজানো হবে। মেলায় থাকবে দুই শতাধিক স্টল। হোটেল—মোটেল, রেস্তোরাঁ ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান পর্যটক বরে ‘বিশেষ ছাড়’ দেওয়া হবে। ইতোমধ্যে রেস্তোরাঁ ব্যবসায়ীরা ১০ শতাংশ ছাড় দিবে বলে জানিয়ে দিয়েছেন। এছাড়া সাতদিনের কার্নিভালে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে শো, আতশবাজি, রোড শো, সেমিনার, ঘুড়ি উৎসব, ম্যাজিক শো, ফায়ার স্পিন, লাইফ গার্ড রেসকিউ প্রদর্শনী, ফানুস উৎসব, সার্ফিং প্রদর্শনী, বিচ ম্যারাথন, বিচ ভলিবলসহ নানা আয়োজন থাকবে। পর্যটক ও দর্শনার্থীদের বিনোদনে স্থানীয় শিল্পীর পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীরা গান পরিবেশন করবেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

বক্তারা বীচ কার্নিভাল জাকঝমক করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।