নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের বাঁশখালীতে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং জাল বানানোর কারখানা থেকে ট্রলিং সরঞ্জামসহ ১ জন ভারতীয় নাগরিক ও ৩ জন বাংলাদেশি কারিগরকে আটক করেছ বাংলাদেশ কোস্ট গার্ড ও সেনাবাহিনী।
মঙ্গলবার (১২ আগস্ট) কোস্ট গার্ড পূর্ব জোনের হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল এলাকার একটি গোডাউনে ফিশিং বোটের নিষিদ্ধ ‘আর্টিসনাল ট্রলিং সরঞ্জাম’তৈরির কাজ চলছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি গোডাউনে তল্লাশী চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭ টি অবৈধ ট্রলিং জাল, ৩৪ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও নগদ ৭৩ হাজার ২৩০ টাকাসহ ৩ জন বাংলাদেশী কারিগর বরগুনার অমল চন্দ্র (৪৫), মোংলার নাথন বিশ্বাস (৬০) ও সাতক্ষীরার আকাশ বিশ্বাস (৩৫) এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পণ্ডিত বিশ্বাস (৩৮) নামের এক জন ভারতীয় নাগরিককে আটক করা হয়।
পরে আটককৃত ভারতীয় নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে গোডাউনের মালিক মান্নান মিয়ার বাড়িতে তল্লাশী চালিয়ে পণ্ডিত বিশ্বাসের ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড পূর্ব জোনের লে. কমাণ্ডার অনিক মাহমুদ জানান, আটককৃত পণ্ডিত বিশ্বাস বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফিশিং বোটে নিষিদ্ধ ‘আর্টিসনাল ট্রলিং’সরঞ্জাম স্থাপন করে আসছিলো। এই ব্যক্তি গত ২০২৩ সালের ১৯ অক্টোবর থেকে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে নিয়মিত বাংলাদেশে যাতায়াত করতো। সর্বশেষ চলতি বছরের ২ মে পূনরায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রথমে বরগুনা জেলার পাথরঘাটায় এবং পরবর্তীতে গত ২৫ জুলাই থেকে চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের কাজ করছে। তাঁর বিষয়ে বিস্তারিত তদন্তের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানায় কোস্ট গার্ড।