প্রতিদিনের জীবনকে সহজ করবে এই ১০টি অসাধারণ ওয়েবসাইট

প্রযুক্তি
১। Futurepedia
AI-এর দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন কী টুলস আসছে তা জানতে চান? এটি হলো AI টুলসের সবচেয়ে বড় অনলাইন ডিরেক্টরি।
ছবি বানানো থেকে শুরু করে প্রেজেন্টেশন তৈরি—আপনার প্রয়োজনীয় যেকোনো কাজের জন্য সেরা AI টুলটি খুঁজে পাবেন এখানে।
২। TinyWow
এটাকে বলা যায় অনলাইন টুলসের সুইস আর্মি নাইফ! PDF এডিট করা, ছবি বা ভিডিও কনভার্ট করা, AI দিয়ে লেখালেখি করা—এমন শত শত ফ্রি টুলস আছে এই একটি ওয়েবসাইটে।
আপনার অনেকগুলো ছোট ছোট কাজের জন্য এটাই যথেষ্ট।
লিঙ্ক – https://tinywow.com
৩। 10MinuteMail
কোনো ওয়েবসাইটে সাইন-আপ করার জন্য নিজের আসল ইমেইল আইডি ব্যবহার করতে ভয় পাচ্ছেন?
এই ওয়েবসাইট আপনাকে ১০ মিনিটের জন্য একটি অস্থায়ী (temporary) ইমেইল অ্যাড্রেস দেবে। কাজ শেষ, স্প্যামের ভয়ও শেষ!
লিঙ্ক – https://10minutemail.com
৪। JustWatch
কোন মুভি বা ওয়েব সিরিজ কোন স্ট্রিমিং সার্ভিসে (Netflix, Amazon Prime, Hoichoi) দেখা যাচ্ছে, তা আর আলাদা আলাদা অ্যাপে খুঁজে হয়রান হতে হবে না।
এই ওয়েবসাইটটি আপনাকে এক সেকেন্ডে বলে দেবে আপনার কাঙ্ক্ষিত শো কোথায় স্ট্রিমিং হচ্ছে।
লিঙ্ক – https://www.justwatch.com
৫। Remove.bg
যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকেই নিখুঁতভাবে রিমুভ করে ফেলার জন্য এটা একটা জাদুকরী ওয়েবসাইট। কোনো ফটোশপের জ্ঞান ছাড়াই ছবির ব্যাকগ্রাউন্ড পাল্টাতে পারবেন।
স্টুডেন্ট বা সোশ্যাল মিডিয়া ইউজারদের জন্য এর লিস্টের মধ্য থেকে মাস্ট-হ্যাভ একটা সাইট।
লিঙ্ক – https://www.remove.bg
৬। SimplePDF
কোনো সফটওয়্যার ইনস্টল করার ঝামেলা ছাড়াই আপনার ব্রাউজারের ভেতর PDF ফাইলকে এডিট করা, কয়েকটি ফাইলকে একসাথে জোড়া দেওয়া (merge), সাইন করা বা অন্য ফরম্যাটে কনভার্ট করার জন্য এর চেয়ে সহজ টুল আর হয় না।
লিঙ্ক – https://simplepdf.com
৭। CarCareKiosk
নিজের গাড়ির ছোটখাটো কাজ (যেমন: ইঞ্জিন অয়েল বদলানো, হেডলাইটের বাল্ব চেঞ্জ করা, বা ওয়াইপার বদলানো) নিজেই করতে চান?
আপনার গাড়ির সঠিক মডেল নম্বর দিয়ে সার্চ করলেই সেই গাড়ির জন্য স্টেপ-বাই-স্টেপ ভিডিও টিউটোরিয়াল পাবেন এখানে।
লিঙ্ক – https://carcarekiosk.com
৮। iFixit
আপনার ফোন, ল্যাপটপ, ক্যামেরা বা যেকোনো ইলেক্ট্রনিক গ্যাজেট নষ্ট হয়ে গেছে? সার্ভিসিং সেন্টারে নেওয়ার আগে একবার এই ওয়েবসাইটে ঘুরে আসুন।
এখানে প্রায় সব ধরনের ডিভাইসের ফ্রি রিপেয়ার গাইড পাওয়া যায়। অনেক টাকা বেঁচে যেতে পারে!
লিঙ্ক – https://ifixit.com
৯। MuscleWiki
ব্যায়াম বা জিম করার জন্য এটা একটা পারফেক্ট গাইড। ওয়েবসাইটের ছবিতে থাকা মাসল-এর ওপর ক্লিক করলেই, সেই মাসলের জন্য সঠিক ব্যায়াম কোনটি, কীভাবে করতে হবে তার ভিডিও এবং স্টেপ-বাই-স্টেপ গাইডলাইন চলে আসবে। আর কোনো কনফিউশন থাকবে না।
লিঙ্ক – https://musclewiki.com
১০। MyFridgeFood
ফ্রিজে কী কী সবজি বা ইনগ্রেডিয়েন্টস পড়ে আছে, সেটা ওয়েবসাইটকে জানালেই সাথে সাথে আপনাকে বলে দেবে কী কী মজার রেসিপি রান্না করা সম্ভব।
খাবার নষ্ট হওয়া বাঁচানোর জন্য এবং প্রতিদিন “কী রান্না করব?”—এই চিন্তা দূর করার জন্য এটা অসাধারণ!
লিঙ্ক – https://myfridgefood.com
লেখক- 
শাহ্‌ মুহাম্মাদ রুবেল
নির্বাহী সম্পাদক
দরিয়া নগর ডটকম