পেকুয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালন করল হিউম্যান এইড ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক পেকুয়া

দরিয়া নগর ডেস্ক:

কক্সবাজারের পেকুয়ায় বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল পেকুয়া উপজেলা শাখা।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মানবাধিকারকর্মীরা দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছে।

উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে পেকুয়া কলেজগেইট চৌমুহনীতে এসে শেষ হয়। এর আগে সকাল ১০ টার দিকে পেকুয়া উপজেলা প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল পেকুয়া শাখার সভাপতি সাংবাদিক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মনির উদ্দিন নজরুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,সংগঠনের সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন সজিব, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম এ মুসা, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল করিম, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত পান্না ও সদস্য ফখরুদ্দীন রাজি। কোরআন তেলোয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাসান শরীফ।

হিউম্যান এইড এর প্রতিষ্টাতা মহাসচিব বিশ্ব মানবাধিকার নেত্রী সেহলী পারভিন এর ভিষণ বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোকে পুরনো ধাছের রাজনীতি পরিহার করার জন্য বার্তা সূচক ‘জনবান্ধব রাজনীতির দাবি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রথমবারের মতো পেকুয়ায় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এ দিবসটি পালন করেছে এবং এর শুভ যাত্রা শুরু করে।

এ সময় বক্তরা বলেন, সমাজে অপরাধ কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। শিশু নির্যাতন, নারী নির্যাতন, বাল্য বিবাহ, চাঁদাবাজি, দখলবাজিসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধে জোরালো দাবি তোলেন। এবং রাজনৈতিক দলগুলোর প্রতি পুরানো ধাঁছের রাজনীতি পরিহার করে জনবান্ধন রাজনীতি সুচনা করার অনুরোধ করেন। র‍্যালীতে মানবাধিকার কর্মী ছাড়াও সাংবাদিক দিদারুল করিম, সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক রিয়াজ উদ্দিন, সাংবাদিক জুবাইদ, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক মুহাম্মদ সাজিবসহ বিভিন্ন পেশার, শ্রেণীর লোকজন অংশ গ্রহণ করেন।