টেকনাফ প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক টেকনাফের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেনে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান।
বুধবার (২৮ জানুয়ারী) দুপুর ১২টায় টেকনাফ কন্টিনজেন্টের কার্যক্রম ও দায়ীত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং টেকনাফ উপজেলার স্থানীয় সিভিল প্রশাসনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় অংশ নেন।
এর পর এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের ২০ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নৌবাহিনী মোতায়েনের পর অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচার প্রতিরোধে একাধিক সফল অভিযান পরিচালিত হয়েছে। এর ফলে নৌবাহিনীর দায়িত্বাধীন এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি তাঁর।
তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য বাংলাদেশ নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। একটি পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে যেকোনো পরিস্থিতিতে অর্পিত দায়িত্ব পালনে নৌবাহিনী সক্ষম।
এছাড়া নির্বাচনকালীন সময়ে ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে দায়িত্ব পালন করছে বলেও জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার।
তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য নৌ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আচরণবিধি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বহুমুখী অনুশীলনের মাধ্যমে সদস্যদের প্রস্তুত করা হয়েছে। ভোটকেন্দ্র, ব্যালট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (QRF), র্যাপিড অ্যাকশন টিম (RAT), ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
তাঁর প্রত্যাশা, সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নৌবাহিনী সংবিধান ও আইনের আলোকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন অব্যাহত রাখবে।












