নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে আসন্ন জাতীয় নির্বাচনের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেন,“ডাকসুর নির্বাচনি ফলাফল থেকে অনেকটাই অনুমান করা যাবে আগামী জাতীয় নির্বাচন কেমন হতে পারে।”
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে অনেক নেতাকর্মী ভোটকেন্দ্রে যেতেন না। কারণ, তাদের বিশ্বাস ছিল ভোটে না গেলেও আওয়ামী লীগ জয়ী হবে। একইভাবে ডাকসু নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে বোঝা যাবে বিএনপির সমর্থকেরা ভোটকেন্দ্রে যাবেন কি না। যদি তাদের মনেও এমন ধারণা জন্ম নেয় যে ভোট না দিলেও বিএনপি জয়ী হবে, তবে এর ফল শুভ হবে না। কারণ, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলই শক্তিশালী।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কাসেম, শামসুল হক শারেক, রফিক আহমেদ ডালিমসহ অন্যান্য নেতারা।