টেকনাফে রোহিঙ্গাদের হামলা: ঘরের দরজা ভেঙে স্থানীয়কে অপহরণ

টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন একটি ঘরে হামলা চালিয়ে নুরুল ইসলাম (৫০) নামে এক স্থানীয় ব্যক্তিকে অপহরণ করেছে পাহাড়ি অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত নুরুল ইসলাম পশ্চিম লেদা এলাকার শামশু আলমের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ একদল ভারী অস্ত্রধারী সন্ত্রাসী নুরুল ইসলামের বাড়ি ঘিরে ফেলে। দরজা বন্ধ পেয়ে প্রথমে তারা বাড়িতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। পরে ঘরের চাল ভেঙে ভেতরে প্রবেশ করে দরজা ভেঙে নুরুল ইসলামকে টেনে-হিঁচড়ে পাহাড়ের দিকে নিয়ে যায়। সন্ত্রাসীরা এ সময় বাড়ির সদস্যদের ওপর মারধর চালায় এবং মূল্যবান মালামাল লুট করে নেয়।

অপহৃতের ছেলে কামাল হোসেন বলেন, “হঠাৎ সন্ত্রাসীরা আমাদের ঘরে ঢুকে পড়ে। তারা চাল ভেঙে ঘরে ঢুকে বাবাকে ধরে নিয়ে যায়। তাদের হাতে ভারী বিদেশি অস্ত্র ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলির খোসা দেখে মনে হয়েছে বিদেশি অস্ত্র ব্যবহার করা হয়েছে।” তিনি দ্রুত তার বাবাকে উদ্ধারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে হামলার শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও এলাকায় টহল জোরদারের দাবি জানিয়েছেন।

টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের আওতাধীন লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক শফিকুল ইসলাম রাজু জানান, ঘটনাটি জানার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে প্রায় ৬১ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ঘটে।

তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, ক্যাম্পসংলগ্ন পাহাড়ে অবস্থান নেওয়া কয়েকটি সন্ত্রাসী গ্রুপ মিলে নুরুল ইসলামকে অপহরণ করেছে। তাকে উদ্ধারে পাহাড়ে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।”

ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপগুলো যেন অস্থিরতা তৈরি করতে না পারে, সেদিকে এপিবিএন সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।