টেকনাফে মাটির গর্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মাটির নিচে চাপা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী চাকমারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

নিহত সৈয়দ মিয়া (২৮) ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি সাইফুল ইসলাম জানান, সকালে খালের পাড়ে হাঁটাচলার সময় স্থানীয়রা মাটির গর্তে হাত ও হাঁটু বেরিয়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানালে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গর্ত খুঁড়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে গর্তে পুঁতে রেখেছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।