টেকনাফে পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার : ১ নিবন্ধিত রোহিঙ্গাসহ আটক দুই

কক্সবাজার টেকনাফ

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফে পৃথক দুইটি অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক বাজার মূল্য ৬০ লক্ষ টাকা বলে দাবি কোস্ট গার্ডের।

৬ মে-মঙ্গলবার ভোর ৪টায় বঙ্গোপসাগরের সাবরাং এলাকায় একটি কাঠের বোট ও দুপুর ৩টায় কেরুনতলী এলাকায় একটি সিএনজি চালিত অটো রিক্সা থেকে ১০ হাজার পিস করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তেতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪ টায় সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী। অভিযানে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশী করে মাছ রাখার বক্সের (কল) ভিতর থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ স্থানীয় কেফায়েত উল্লাহ (৩০) নামের এক পাচারকারীকে আটক করা হয়।

এ ছাড়া মঙ্গলবার দুপুরে কেরুনতলী এলাকায় একটি সিএনজি তল্লাশী করে সিটের নিচে থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পালংখালী রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত বাসিন্দা জাহেদ হোসেন (৩২) নামের আরো এক জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, মাদক পাচার রোধের পাশাপাশি সীমান্ত ও উপকূলের চোরাচালান রোধ ও জানমালের নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।