টেকনাফে পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত ২২ জন উদ্ধার

কক্সবাজার টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়ার গহীন পাহাড়ে রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, সম্প্রতি কক্সবাজারে মরণনেশা ইয়াবার পাশাপাশি ফের সক্রিয় হয়ে উঠেছে সাগরপথের মানব পাচারকারী চক্র। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ একটি অভিযান চালায়। প্রায় তিন ঘণ্টা অভিযানের পর করাচিপাড়ার দুর্গম পাহাড় থেকে অপহৃত ২২ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১ জন বাংলাদেশি নাগরিক এবং ২১ জন রোহিঙ্গা। তাদের মধ্যে ১১ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়।

সহকারী পরিচালক আ.ম ফারুক বলেন, ভিকটিমদের জিজ্ঞাসাবাদ, গোয়েন্দা তথ্য ও পারিপার্শ্বিক বিশ্লেষণে পাচারকারীদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে।

উদ্ধার হওয়া মুক্ত মোবারক (১৭) জানান, গত ১৩ অক্টোবর বিকেলে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে সিএনজি যোগে অপহরণ করে করাচিপাড়ায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে পরিবার থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে মালয়েশিয়ায় পাচারের হুমকি দেওয়া হয়। এসময় কয়েকজনের শরীরে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে ও প্লায়ার্স দিয়ে নখ তুলে নির্যাতন করা হয়।

এই ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।