টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, আতঙ্কে গ্রামবাসী

টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পাহাড়সংলগ্ন রঙ্গিখালী এলাকায় দুই অস্ত্রধারী গ্রুপের মধ্যে রাতভর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে শুরু হয়ে টানা তিন ঘণ্টা থেমে থেমে গোলাগুলি চলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী উলুচামারি এলাকায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে টেকনাফের হ্নীলা পাহাড়ি অঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে বিরোধ চলে আসছে। এসব গ্রুপের মধ্যে রয়েছে মাদক কারবারি, ডাকাত ও অপহরণকারী দলের সদস্যরা। ফলে এলাকাবাসী সবসময় আতঙ্কে দিন কাটাচ্ছে।

স্থানীয়রা আরো জানান, এসব সশস্ত্র গ্রুপ মাদক, অপহরণ ও ডাকাতিসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না।

উলুচামারির বাসিন্দা জিসান উদ্দিন মিজবাহ বলেন, “গভীর রাতে হঠাৎ গুলির শব্দে ঘুম ভেঙে যায়। মনে করেছিলাম সীমান্ত এলাকায় গুলি চলছে। পরে জানতে পারি, আমাদের গ্রামের দুই বন্দুকধারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হচ্ছে। দীর্ঘক্ষণ গুলির শব্দ শুনতে পাই।”

শামসুন্নাহার বলেন, “রাতভর গুলির আওয়াজে ঘুমাতে পারিনি। ছেলে-মেয়েরা ভয়ে কেঁপে উঠেছে।”

স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি এলাকায় ডাকাত ও মাদক কারবারিরা অপরাধ সংঘটনের পর সহজেই পাহাড়ে লুকিয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নজরদারি না থাকায় তাদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।

উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান বলেন, “গোলাগুলির খবর আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”