টেকনাফে নিখোঁজের ৩দিন পর জেলের মরদেহ উদ্ধার 

টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ৩ দিন পর নাফ নদী থেকে জোবায়ের (২৮) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ২৯ সেপ্টেম্বর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম জানান, শাহপরীর দ্বীপ সংলগ্ন ঘোলারপাড়া এলাকায় জোয়ারের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই মো. ইসহাক বলেন, “গত ২৯ সেপ্টেম্বর জোবায়েরসহ ১০ জন জেলে মাছ ধরতে সাগরে যান। পরদিন অপর নয়জন ফিরে এলেও জোবায়ের আর ফেরেননি। নৌকার মাঝি ও মালিকের সঙ্গে যোগাযোগ করেও তার সন্ধান মেলেনি।”

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর বলেন, “মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”