টেকনাফে চার বছরের শিশু অপহরণ, প্রশাসনের সহায়তা চাইলেন বাবা

টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে চার বছর বয়সী আফসি নামের এক কন্যা শিশু অপহরণের অভিযোগ উঠেছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের হোয়াকিয়া পাড়া, পূর্ব পানখালী এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিষয়টি ‘দরিয়া নগর’ নিউজকে নিশ্চিত করেছেন অপহৃতের বাবা ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে- দুপুরে দুই ব্যক্তি একটি রিকশায় করে আফসিকে জোর করে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।

এ ব্যাপারে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূরের মুঠোফোনে কল দেওয়া হলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।