টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

টেকনাফ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ একজন আটক করেছে বিজিবি। সময় তার কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটেলিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

এর আগে বৃহস্পতিবার ভোরে টেকনাফের গোদারবিল এলাকায় এ অভিযান চালানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সম্প্রতি গোদারবিল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় সন্ত্রাসী চক্রের ছিনতাই, অপহরণ ও পর্যটক ও স্থানীয়দের কাছ থেকে জবরদস্তিমূলক অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে নুর আহমদ (২৫) নামে এক সন্ত্রাসীকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়।

তিনি বলেন, এই চক্র দীর্ঘদিন ধরে পর্যটক ও স্থানীয়দের অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, অপহরণ এবং মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের গোপন আস্তানা ও চলাচলের রুটও শনাক্ত করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক নুর আহমদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত অস্ত্র থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।