নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় ছয়টি সফল শাখার পর এবার চট্টগ্রামবাসীর জন্য খাবারের নতুন স্বাদ দিতে যাত্রা শুরু করলো দেশের জনপ্রিয় রেস্টুরেন্ট ‘রোডসাইড কিচেন’।
শনিবার বেলা ৩টায় নগরীর নাসিরাবাদের ইভস্ সেন্টারের ৪র্থ তলায় চট্টগ্রামের প্রথম এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রোডসাইড কিচেনের ম্যানেজিং পার্টনার শফিক ইসলাম।
তিনি বলেন, রোডসাইড কিচেনের বৈচিত্র্যময় মেনু ইতোমধ্যে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাদের বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে রাইস খাদক আলফা প্ল্যাটার, গামা প্ল্যাটার, বিটা প্ল্যাটার অন্যতম। এছঅড়াও রয়েছে আরও বিভিন্ন স্বাদের সমৃদ্ধ প্ল্যাটার আইটেম। এ রেস্টোরেন্টে শুধু খাবারই নয়, পরিবার ও শিশুদের কথা মাথায় রেখে রাখা হয়েছে আলাদা প্লে-জোন, রয়েছে কফি শপ, এবং জুস-বারও।
এর আগে ১৪ নভেম্বর উদ্বোধনী উপলক্ষে পথশিশু এবং এতিম শিশুদের সাথে নিয়ে ফ্যামিলি গেদটুগেদার ও আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম শাখার অপরেশন ডিরেক্টর রকি সরকার, সৈয়দ মারুফ আহমদসহ অনেক ইনফ্লোয়েন্সারও উপস্থিত ছিলেন।












