চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ক্রিম, সিগারেট ও মোবাইল উদ্ধার

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আআস এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট থেকে আমদানি নিষিদ্ধ ক্রিম, সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

৯ জুলাই-বোধবার রাত পৌনে ৯টার ফ্লাইট থেকে আমদানি নিষিদ্ধ এ সব পণ্য উদ্ধার করা হয় এবং প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় মালামাল জব্দ করে ৩জন যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, রাত ৮ টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট 061 এর যাত্রী মো. রিপন, মো. মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম ইমিগ্রেশন শেষে, তাদের ব্যাগেজ নিয়ে গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় বিমানবন্দর এনএসআই টিম, বিমানবন্দর কাস্টমস, এভসেক ও বিমানবাহিনী টাস্কফোর্স কর্তৃক ৩ জন যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে ২ হাজার ৫০০ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, ১’শ কার্টুন মন্ড সিগারেট, ৭ টি মোবাইল হ্যান্ডসেট ও ১ টি ল্যাপটপ উদ্ধার করা হয়। এতে আনুমানিক রাজস্ব আয় হয়েছে, ১৪ লাখ ৯০ হাজার টাকা।

কর্তৃপক্ষ জানায়, হয়রানি, চোরাচালান এবং রাজস্ব ফাঁকি রোধে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম কর্তৃপক্ষ পূর্বের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সতর্ক এবং এ নজরদারি ভবিষ্যতে অব্যাহত থাকবে।