চট্টগ্রামের রাউজান থেকে পরিত্যাক্ত ১টি পাইপগান উদ্ধার করেছে র‌্যাব

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাউজান থেকে ১টি দেশীয় তৈরী একনলা পাইপগান উদ্ধার করেছে র‌্যাব।

৮ জুলাই-মঙ্গরবার রাত সাড়ে ১০টার দিকে রাউজানের পালোয়ান পাড়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় পাইপগানটি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করার সময় পালোয়ান পাড়া এলাকায় রাস্তার পাশে ঝোপের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় ১টি একনলা পাইপগান উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।