চট্টগ্রামের বহদ্দার হাট ও রাউজান থেকে হত্যা মামলা ও সাজাপ্রাপ্ত দুই আসামি আটক

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা ;

চট্টগ্রামের বহদ্দার হাট ও রাউজানে পৃথক দুটি অভিযানে হত্যা মামলার পলাতক আসামি রুবেল দাশ ও বরগুনা জেলার আমতলী থানার সাজাপ্রাপ্ত পলাতক আসামি জহিরুল ইসলাম’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার ২৮ জানুয়ারি বেলা সাড়ে তিনটার দিকে নগরীর বহদ্দার হাট থেকে জহিরুল ইসলাম ও জেলার রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় তলী এলাকা থেকে রুবেল দাশকে পৃথক অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, বরগুনা জেলার আমতলী থানার ২০১৮ সালের একটি যৌতুক নিরোধ আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. জহিরুল ইসলাম মহানগরীর চান্দগাঁও থানার বহদ্দার হাট এলাকায় এবং হত্যা মামলার আসামি রুবেল দাশ চট্টগ্রাম জেলার রাউজান পাহাড় তলী এলাকায় আত্মগোপনে আছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ জানুয়ারি সাড়ে তিনটার দিকে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মো. জহিরুল ইসলাম, বরগুনার ছোট নীলগঞ্জ এলাকার ইসমাইল হোসেনের ছেলে। তিনি ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং রুবেল দাশ রাউজানের উনসত্তর পাড়ার শ্রী রাম দাশের ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এবং চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায়, র‌্যাব।