Fake journalist arrested with ganja in Pahartali area of ​​Chittagong

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় গাঁজাসহ ভুয়া সাংবাদিক আটক

চট্টগ্রাম

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে সিএমপির পাহাড়তলী থানা পুলিশ।

আজ শনিবার ভোর রাতে পাহাড়তলীর দুলালাবাদে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় সিএনজি অটোরিক্সার মো. ফারুক (২৪) নামের এক যাত্রীকে আটক ক্ক্রা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মো. বাবুল আজাদের নেতৃত্বে দুলালাবাদস্থ পাহাড়তলী থানার মূল গেইটের বিপরীতে সৈকতের বিকাশ দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্টে বসানো হয়। বিভিন্ন গাড়ি তল্লাশি করার সময় সিএনজি অটোরিক্সা তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ মো. ফারুক (৪২)-কে আটিক করা হয়। তল্লাশিকালে সে দৈনিক একাত্তর সংবাদ নামক একটি পত্রিকার আইডি কার্ড দেখিয়ে নিজেকে রিপোর্টার বলে দাবি করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে সাংবাদিক আইডি কার্ডের অপব্যবহার করে নিয়মিত মাদকের কারবার করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাহাড়তলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানায় পুলিশ।