চট্টগ্রামের পটিয়া থেকে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা :

চট্টগ্রামের পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ১০ জনকে গ্রফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়

৫ মার্চ বোধবার ইন্দ্রপোল গোল চত্ত্বর নিকটবর্তী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশ্বে খাঁজা টাওয়ারের সামনে তিন রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ জন ডাকাতিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. ইমরান হোসেন সাজু(২৪), মো. আলমগীর(৩০), মো. শাহজাহান জুয়েল(২৬), মো. মাইনুদ্দিন(২৬), মো. সজীব(২৪), মেজবাহ উদ্দিন জিসান(২৪), সবুজ আলম(৩২), মো. আজাদ(২৭), মো. বিজয়(২১), মো. জয়(১৯)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮/৯ জন ডাকাত সদস্য রাতের অন্ধাকারে দৌড়িয়ে পালিয়ে যায় বলেও জানায় পুলিশ।

এসম তাদের কাছ থেকে, ১টি লোহার তৈরি চাপাতি, ১ টি টিপ ছোরা, ১টি কাঠের হাতলযুক্ত লোহার চাকুসহ ডাকাতি কাজে ব্যবহৃত বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা উদ্ধার হওয়া আলামতসহ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছিল। এর বিভিন্ন সময়ে চট্টগ্রাম জেলার বিভিন্নস্থানে মহাসড়কে ডাকাতি করে এ ডাকাত দলের সদস্যরা।