নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গের ২৪ ঘন্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ১০ শিশুসহ ৪৮ জনের। এ বছরের জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত মহানগর ও জেলায় আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ হাজার ১৪ জন। মারা গেছেন ২০ জন। এর মধ্যে ১৫ জন মহানগর ও ৫ জন বিভিন্ন উপজেলায়। মৃতের মধ্যে ১১ জন পুরুষ, ৬ জন নারী এবং শিশু ৩ জন।
এ বছর আক্রান্ত রোগীর মধ্যে ১ হাজার ৫৭৪ জন পুরুষ, ৯৩৪ জন মহিলা ও শিশু রয়েছে ৫০৬ জন। এর মধ্যে অক্টোবর মাসের ১৩ দিনেই শনাক্ত হয়েছে ৪৯৯ জন। সেপ্টেম্বরে ৯৩৫ জন, আগস্টে ৭০৫, জুলাইয়ে ৪৩০, জুনে ১৭৬, মে মাসে ১১৬, এপ্রিলে ৩৩, মার্চে ২২, ফেব্রুয়ারীতে ২৮ এবং জানুয়ারীতে ৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
উপজেলাগুলোর মধ্যে ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি সীতাকুন্ড উপজেলায় ৫০৭ জন। এছাড়া বাঁশখালীতে ১৭৮, আনোয়ারায় ১১৩, লোহাগাড়া ১০৫, সাতকানিয়ায় ৭৯, চন্দনাইশ ৩৫, পটিয়া ৩৩, বোয়ালখালীতে ১২, রাঙ্গুনিয়ায় ১৭, রাউজানে ৩৭, ফটিকছড়িতে ১৭, হাটহাজারী ৩১, মিরসরাইতে ১৯, সন্দ্বীপে ১৫ ও কর্ণফূলীতে ৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
এছাড়া চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৬২৪ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৯১৫ জন,
নারী ১ হাজার ৪৪১ জন ও শিশু ২৬৮ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ কিছুটা বেড়েছিল, তবে এখন ধীরে ধীরে কমছে। এছাড়া মশার প্রজননক্ষেত্র ধ্বংস করাসহ বাসা বাড়ির আঙিনা ও ফল-ফুলের টবসহ জমানো পানি পরিষ্কারের মাধ্যমে নাগরিকদের অধিক সচেতন থাকা জরুরি।