Christmas is being celebrated with due dignity in Chittagong

চট্টগ্রামে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বড়দিন

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

সারাদেশের ন্যায় চট্টগ্রামেও পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের সবশেষে বড় ধর্মীয় উৎসব বড়দিন।

বুধবার (২৫ ডিসেম্বর) সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন।

এ উপলক্ষ্যে আলোকসজ্জায় ফুটে উঠছে নগরীর জামালখানের বেথলেহেম এজি চার্জ, সেন্ট মেরিস, পাথরঘাটার জপমালা রাণীর গীর্জাসহ খ্রীস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলো।

মিহানগরীর পাথরঘাটায় ৫০০ বছরের পুরোনো গির্জায় বড় দিন উপলক্ষে তিন দফায় অনুষ্ঠিত হচ্ছে খ্রিষ্টযাগ বা প্রার্থনা।

যীশু খিস্টের জন্ম হয়েছে মানবতাকে পাপ ও নরকের শাস্তি থেকে বাঁচানোর জন্য উল্লেখ করে ধর্মগুরুরা বলছেন, যীশুর জন্ম একটি অলৌকিক ঘটনা। তার স্বর্গে আরোহন আরেকটি অলৌকিক ঘটনা। যীশু মানবজাতির জন্যে আবারো আসবে এবং মানবজাতিকে সত্যের পথে আনবে।