চট্টগ্রামে ভয়াবহতার দিকে ডেঙ্গুর প্রভাক, ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু

চট্টগ্রাম

দরিয়া নগর ডেস্ক

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বরেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান আটজন। এছাড়া চলতি বছরের জানুয়ারী থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ শিশুসহ মারা গেছেন ১৩ জন।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানাযায়, মৃত আবুল হোসাইন (৩৭) নোয়াখালী জেলার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত আবুল হোসাইনকে গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ-চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ১১ দিন পর ২২ সেপ্টেম্বর শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রতিবেদন থেকে জানা যায়. গত ২৪ ঘণ্টায় ৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, বিআইটিআইডি হাসপাতালে ১১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে ১২ জন এবং নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫ জন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৫১ জন। এর মধ্যে ৬৭১ জন মহানগরে এবং ৪৮০ জন উপজেলায়।

Spread the love
আরও পড়ুন!  ফেনীতে আন্দোলনরত ছাত্র হত্যা মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার ছাত্রলীগ নেতা- অমি