নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এসরারুল হকের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা মো. এরশাদ আলমকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গতকাল – (৫ জানুয়ারি ) সন্ধ্যায় নগরীর মোহরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরশাদ নগরীর উত্তর চান্দগাঁও বেপারি পাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।
র্যাব-৭ জানায়, চান্দগাঁও থানার মামলায় পলাতক আসামি মো. এরশাদ চট্টগ্রাম মহানগরীর মোহরা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা, নাশকতা এবং চাঁদাবাজির ৫টি মামলার তথ্য পাওয়া যায়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।