চট্টগ্রামে বাণিজ্যিক জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে বাণিজ্যিক জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ দুই দিন পর গভীর সমুদ্র থেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দুইটায় গভীর সমুদ্র থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ আগস্ট নবাব এন্ড কোম্পানির বাণিজ্যিক জাহাজ এমভি এমস্টিল স্টর্ক এর সুপার ভাইজার মো. আনোয়ার আজম (৪৫) জাহাজের সিঁড়ি দিয়ে নামার সময় দুর্ঘটনাক্রমে চট্টগ্রাম বহিঃ নোঙরের আলফা এ্যাংকরেজ সমুদ্র এলাকায় পানিতে পানেতে পড়ে নিখোঁজ হয়।

পরবর্তীতে জাহাজ কর্তৃপক্ষ কোস্ট গার্ডের শরণাপন্ন হলে তাৎক্ষনিকভাবে নিখোঁজ ব্যক্তির সন্ধানে অনুসন্ধান শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড। উচ্চগতি সম্পন্ন বোট এবং সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের দুই দিন পর ১৯ আগস্ট দুপুর ২ টায় গভীর সমুদ্র থেকে মৃতদেহটি উদ্ধার করে কোস্ট গার্ড উদ্ধারকারী দল। উদ্ধারকৃত মৃতদেহ পরিবারের নিকট হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় কোস্ট গার্ড।