নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর বলুয়ারদীঘি এলাকায় অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও ৫ জন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে বলুয়াদীঘি পশ্চিম পাড় এলাকায় আগুনে সূত্রপাত হয়। এতে ৯০টি টিনের বসতঘর ও পাঁচটি কক্ষ পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ঘটনাস্থল থেকে ৫ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এরপর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ২ জন মৃত ঘোষণা করেন।
ইমন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে আগুন লাগে। স্থানীয় লোকজন চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন লাগা ঘরগুলোতে অনেকে আটকা পড়ে। এদের কয়েকজনে ফায়ার সার্ভিস উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল পাঠায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৬টা ৪২ মিনিটের অগ্নিকাণ্ডের খবর আসে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটকা পড়া আহত ৫ জনকে উদ্ধার করি। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল আটটার দিকে আগুন নির্বাপণ করতে সক্ষম হই।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা এই কর্মকর্তার।












