চট্টগ্রামে পুলিশ চেকপোস্টে প্রাইভেট কার রেখে পালালো চালক; কার থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীতে একটি প্রাইভেট কার থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোতোয়ালি পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মেরিনার্স রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি প্রাইভেট কার ফেলে পালিয়ে যান চালক। পরে ওই গাড়ি তল্লাশি করে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া কারের ভেতর থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, ‘ফিশারিঘাট এলাকায় মেরিনার্স রোডের মুখে অস্থায়ী চেকপোস্টের কার্যক্রম চলার সময় প্রাইভেটকারটি শাহ আমানত সেতু এলাকা থেকে কোতোয়ালির দিকে যাওয়ার পথে চেকপোস্টের মুখে পড়ে। চালক চেকপোস্টের কাছাকাছি এসে গাড়ি থামিয়ে সেটা রেখে পালিয়ে যায়।’

ওসি জানান, প্রাইভেটকারে তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।‘প্রাইভেটকারের চালক পালিয়ে যাওয়ায় পরিচয় জানতে পারেনি পুলিশ। তবে কারের ভেতর পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ এবং কারটি জব্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।