নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মহানগরী বাকলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই হওয়া সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার ও মোবাইলসহ ১ জনকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।
গত কাল ৮ জুলাই থানায় অভিযোগের ৭ ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহযোগিতায় বাকলিয়ার লিজা কলোনী থেকে বাঁশখালীর জলদি এলকার ফতেহ মাহমুদের ছেলে নূর হোসেন কালুকে গ্রেফতার করা হয়।
বিকেলে সিএমপি দক্ষিণের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে জানান, স্বপ্না রানী ধর নামের এক মহিলা ৭ জুলাই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আনোয়ারা থেকে মুরাদপুর যাওয়ার পথে সোয়া ৫টার দিকে বাকলিয়া এলাকা থেকে সাথে থাকা ব্যাগ চুরি হয়ে যায়।
এ সময় ব্যাগের ভিতর কাপড় ছাড়াও ছিল স্বর্ণের মোড়ানো ১ ভরি ওজনের ২টি শাঁখা, ১ ভরি ওজনের ২টি স্বর্ণের হাতের পলা, আয়ন্ত্রী চুড়ি ১টি, ১টি স্বর্ণের আংটি, গলার বল মালাযুক্ত স্বর্ণের চেইন ১টি, ২-৩ ভরি ওজনের ১টি লকেটসহ চেইন, ১টি রেডমি এন্ড্রয়েড মোবাইল ফোন।
পরের সেই দিন রাতে বাকলিয়া থানায় অভিযোগ দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া মালামাল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্ত করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী নূর হোসেন কালুর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি ও অস্ত্র আইনে ১৩টি মামলা রয়েছে।