চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ডাকাতি, নিহত ১ 

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট ঢালায় সশস্ত্র ডাকাত দলের হামলায় মাহমুদুল হক (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাহমুদুল হক উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে ওসি তৌহিদুল জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে ডাকাতরা রশি দিয়ে মোটরসাইকেল আটকায়। এসময় যাত্রীদের উপর হামলা চালালে ঘটনাস্থলেই মাহমুদুল হক নিহত হন। আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন।

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।