কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে রেজু আরা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চিরিংগা ইউনিয়নের পশ্চিম পালাকাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজু আরা পশ্চিম পালাকাটা এলাকার গোলাম কাদেরের স্ত্রী।
নিহতের স্বজন সুরত আলম বলেন, সকালে ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন রেজু আরা। চিরিংগা স্টেশনের দিকে যাওয়ার সময় রেললাইন পার হতে গিয়ে কক্সবাজারগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।’’
চকরিয়া রেলস্টেশনের ইনচার্জ মো. ফরহাদ বিন জাফর চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু হয়। ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া অতিক্রম করে।
কক্সবাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহজালাল বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।












