চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রাম মহানগরীর চকবাজার ঐতিহ্যবাহী অলি খাঁ মসজিদের মোড়ে নবনির্মিত ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
আজ ২৩ জনুয়ারী বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উদ্বোধন করেন সিটি মেয়র।
৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই মন্যুমেন্টটির উচ্চতা ২৫ ফুট। ১৬ নং চকবাজার ওয়ার্ডে মোগল আমলের ওয়ালী বেগ খাঁ মসজিদ (অলি খাঁ মসজিদ)টি অনেক পুরাতন একটি মসজিদ। আর এই মন্যুমেন্টটি মসজিদটির পাশে হওয়াতে পৌরাণিক স্থাপত্যের নিদর্শন স্বরূপ ইসলাম ধর্মীয় আদলে স্থানটিতে একটি গোল চত্বর করা হয়েছে। ইসলামিক মনুমেন্ট অবকাঠামোর উপরে একটি গম্বুজ আছে। এর নিচে কালেমার ক্যালিওগ্রাফি করা হয়েছে।
সিটি মেয়র বলেন, ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব বিবেচনায় এ মন্যুমেন্টটি এলাকাবাসীর কাছে একটি বিশেষ নিদর্শন হয়ে থাকবে।
মেয়র বলেন, “অলি খাঁ মসজিদ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ। অত্যন্ত পুরানো এই মসজিদটি শুধু একটি স্থাপনা নয়, বরং এটি আমাদের ঐতিহ্য এবং ইতিহাসের প্রতীক। নতুন প্রজন্ম যাতে এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারে, সেই লক্ষ্যেই এই মন্যুমেন্ট স্থাপন করা হয়েছে। এটি শুধু চট্টগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং সারাদেশের মানুষের জন্যও এটি একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “আমরা মনে করি, এই মসজিদটি চট্টগ্রামের গৌরবময় ইতিহাসের অংশ। আজকের এই মন্যুমেন্ট নতুন প্রজন্মকে এর গুরুত্ব সম্পর্কে জানাবে। এটি আমাদের ঐতিহ্য সংরক্ষণের অংশ, যা দল-মত নির্বিশেষে রক্ষা করতে হবে।”
মেয়র বলেন, “অলি খাঁ মসজিদের মতো চট্টগ্রামের অন্যান্য ঐতিহ্যবাহী মসজিদ ও স্থানে এই ধরনের মন্যুমেন্ট ও স্থাপত্য নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমরা অক্সিজেন, কোতোয়ালীসহ আরও কিছু এলাকায় এই কাজ করব। এর মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্য আরও উজ্জ্বল হয়ে উঠবে।”
এসময় প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরিচালক মো. আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ আলী, সালাউদ্দিন কায়সার লাভু, এম এ হালিম বাবলু, মহানগর বিএনপির নেতা ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলামসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।