কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন 

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় ২৮শে মে থেকে ৩জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।

র‍্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রেজাউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার হোছাইন মোহাম্মদ জুনাইদ আনসারীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুসলিম উদ্দিন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, এনজিও শেডের প্রতিনিধি মোঃ এরশাদ প্রমূখ।

এতে ডা. গোলাম মারুফ, ধূরুং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মুরশেদুল আলম,সাংবাদিক নজরুল ইসলাম, আবুল কাশেম, মহিউদ্দিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, জাতীয় পুষ্টি সপ্তাহ সফল ভাবে সম্পন্ন করার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহবান জানান।