কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন নাটোর সদর উপজেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে অন্য ১৩টি স্টেডিয়ামে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উদ্বোধন করেন।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ,বাংলাদেশ জামায়াত ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখার আমির আ.স.ম শাহরিয়ার চৌধুরী,কোস্ট ফাউন্ডেশনের কক্সবাজার জেলার সিনিয়র কো-অডিনেটটর জিয়াউল করিম চৌধুরী,সাংবাদিক আবুল কাশেম, কুতুবদিয়া খেলোয়াড় সমিতির সদস্য সচিব আবদুর রশিদ বাদশা, কুতুবদিয়া ক্রীড়াঙ্গনের প্রশিক্ষক নেয়ামত উল্লাহ প্রমুখ।
উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, ক্রীড়া সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।