কক্সবাজারে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি গঠন

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৬ (ছয়) মাস মেয়াদে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় অনুমোদনের পর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

কমিটিতে রাফি আল ইমরানকে আহ্বায়ক ও কফিল উদ্দিন ইমুকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- মোহাম্মদ নুরুল আমিন, গোলাম আজম খান, মোহাম্মদ মহি উদ্দিন, আবু হেনা, দিদার আলম, সুলতানা রাফিয়া ওহি, এরশাদ উল্লাহ, মিনহাজুল ওয়াহিদ ও তানসিফুর রহমান।

এছাড়াও যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন- সাইফুল ইসলাম সাইমন, কামরুল হাসান মিনার, হাফেজ কায়সার, মাহদী আজম বিপুল, নুরসাত খানম লিজা, মিনহাজুল ইসলাম, শফিকুর রহমান, রমজান আলী রাজা, ওসমান গনি ও আব্দুল্লাহ আল নুমান।

একইসঙ্গে ঘোষিত তালিকায় আরও ১০২ জনকে সদস্য করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় নেতারা জানান, আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।