কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র নিলেন সালাহউদ্দিন আহমদ

চকরিয়া পেকুয়া

কক্সবাজার প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছ থেকে সালাহউদ্দিন আহমদের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন তার প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম।

ছফওয়ানুল করিম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনসংক্রান্ত রাজনৈতিক ব্যস্ততার কারণে সালাহউদ্দিন আহমদ স্বশরীরে উপস্থিত থাকতে না পারায় তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত সালাহউদ্দিন আহমদ নিজের নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়া উপজেলায় অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় অংশ নেন। তিনি কক্সবাজার-২ আসন থেকে তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য।

সালাহউদ্দিন আহমদ ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট সরকার গঠিত হলে ১০ অক্টোবর যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৬ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেন।

এদিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের চারটি সংসদীয় আসনে সোমবার পর্যন্ত মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার দুপুরে কক্সবাজার-৪ আসনে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী। তিনি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমার কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় সরোয়ার জাহান চৌধুরী বলেন, ‘ধানের শীষ জনগণের প্রতীক। ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি উখিয়া-টেকনাফের জনগণ জননেতা শাহজাহান চৌধুরীকে বিপুল ভোটে আবারও সংসদ সদস্য নির্বাচিত করবেন।’

জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী এর আগে চারবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের পক্ষে দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নানের কাছ থেকে কাজলের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী।

তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে কক্সবাজার-৩ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হবেন। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন।

এর আগে রোববার (২১ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীরা কক্সবাজারের চারটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন- কক্সবাজার-১ আসনে মাওলানা ছরওয়ার আলম কুতুবী, কক্সবাজার-২ আসনে অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক, কক্সবাজার-৩ আসনে ইসলামী আন্দোলন কক্সবাজার জেলা সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর এবং কক্সবাজার-৪ আসনে আলহাজ্ব হাফেজ মাওলানা নুরুল হক।

এছাড়াও কক্সবাজার-৩ আসনে সাইফুল ইসলাম এবং কক্সবাজার-৪ আসনে মোহাম্মদ আব্দুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।