কক্সবাজার আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাদের ‘জয় বাংলা’ স্লোগান

কক্সবাজার টেকনাফ

তারেকুর রহমান, কক্সবাজার ||

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আদালতে তোলার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে পুলিশ ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার সময় তারা এ স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তার কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা তারেক মাহমুদ রনি প্রথমে স্লোগান দেন। এ সময় সঙ্গে থাকা তার বড় ভাই টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীও স্লোগান ধরেন।

এর আগে, শুক্রবার (১৫ আগস্ট) রাতে টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়িয়ে পলাতক ছিলেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ পর্যন্ত কক্সবাজার জেলায় মোট ৩৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।