এনসিপির পাঁচ শীর্ষ নেতা কক্সবাজারে; যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন

কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি :
হঠাৎ করেই কক্সবাজারে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান এনসিপির পাঁচ নেতা—হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডা. তাসমিন জারা, নাসীরুদ্দিন পাটোয়ারী ও খালেদ সাইফুল্লাহ। তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে যান।
কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহীন বলেন, “পাঁচ নেতা রয়েল টিউলিপে অবস্থান করছেন। তবে এখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। পুরো হোটেলে মাত্র তিনজন বিদেশি রয়েছেন, তারা সবাই চীনা নাগরিক।”
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তারা উখিয়ার ইনানীর হোটেল রয়েল টিউলিপে পৌঁছান। তবে পিটার হাসকে হোটেলে পাওয়া যায়নি। এনসিপির পাঁচ নেতার সঙ্গে তার বৈঠকের খবর স্থানীয়ভাবে ছড়িয়ে পড়েছে।