কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় দেশীয় তৈরি বন্দুক ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
আটক মোহাম্মদ তৈয়ব (২৬) ওই এলাকার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত ছাব্বির আহমদের ছেলে।
ওসি জিয়াউল হক জানান, কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত একটি বসতঘরে অবস্থান করছে এবং অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সন্দেহজনক ঘরটি ঘিরে ফেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে এক জনকে আটক করা হয়।
তিনি বলেন, “আটক তৈয়বের দেহ তল্লাশি করে দেশীয় তৈরি একটি বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়। সে চিহ্নিত সন্ত্রাসী। রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি আশপাশের এলাকাতেও সে বিভিন্ন অপরাধে জড়িত। চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি ও মাদকপাচারসহ একাধিক মামলায় তার নাম রয়েছে।”
আটক তৈয়বের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি জিয়াউল হক।